মালয়েশিয়ায় প্রাচীর ধসে দুই বাংলাদেশী গুরুতর আহত

আন্তর্জাতিক ডেস্ক : মালয়েশিয়ার একটি বেসরকারী কলেজের লবিতে কাজ করতে গিয়ে দুই বাংলাদেশি শ্রমিক গুরুতর আহত হয়েছেন। রবিবার তাদের দেহের উপরে কংক্রিটের দেয়াল ধসে পড়ে।
দেশটির জাতীয় বার্তা সংস্থা বার্নামা জানিয়েছে, বন্দর ক্যাসিয়া এলাকায় কাজ করার সময় এই দুর্ঘটনা ঘটে।
পেনাং ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগের অপারেশন অফিসার আজমি তাহার জানান, ৪২ বছর বয়সী মোসাক আহতদের মধ্যে একজন। তার মুখ মারাত্মক ভাবে আহত হয়েছিল। ডান হাতের পাতা পিষে গেছে। অপর একজন, মান্নান আবদুল (৪০)’র পা এবং তলপেট গুরুতর আহত হয়েছেন।
আজমী তার বিবৃতিতে বলেন, “আমরা বিকেল পাঁচটার দিকে দুর্ঘটনার খবর পেয়েছি।” আমি এসে দেখলাম দুজনেই ধ্বংসস্তুপের নিচে আটকা পড়েছে। আহত দুজনকে দ্রুত সেবেরাং জয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
প্রাথমিক তদন্তের পরে কর্তৃপক্ষের দাবি, এই দুই বাংলাদেশি শ্রমিক প্রাচীর ভাঙার কাজে নিযুক্ত ছিলেন। শেষের দিকে এটি ধসে পড়েছে। পরে অন্য সহকর্মীরা তাদের উদ্ধারের চেষ্টা করলেও ব্যর্থ হন এবং ফায়ার ব্রিগেডকে অবহিত করেন।
সূত্রঃবেরনামা নিউজ এজেন্সি