বকশীগঞ্জে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

Desk Reporter
Desk Reporter
প্রকাশিত: ৬:৩৪ অপরাহ্ণ, জুলাই ৩, ২০২১

জিএম ফাতিউল হাফিজ বাবু,বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি:
জামালপুরের বকশীগঞ্জে ২০২০-২০২১ অর্থবছরের খরিপ-২/২১-২২
মৌসুমের উফশী ও হাইব্রিড রোপা আমন ধানের উৎপাদন বৃদ্ধির
লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় প্রান্তিক ও ক্ষুদ্র
কৃষকদের মাঝে শনিবার দুপুরে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা
হয়েছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিপ্তরের উদ্যোগে সাধুরপাড়া
ইউনিয়নের ১১০ জন কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ করা হয়।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তার কার্যালয় সংলগ্ন মাঠে
সার ও বীজ বিতরণকালে সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান
মাহমুদুল আলম বাবু, উপসহকারী কৃষি কর্মকর্তা সাদিকুল
ইসলাম প্রমুুখ উপস্থিত ছিলেন।

৭০ জন কৃষককে ৩০ কেজি সার ও দুই কেজি করে হাইব্রিড ধান
এবং ৪০ জন কৃষককে ২০ কেজি সার ও ৫ কেজি উফশী ধানের বীজ
বিতরণ করা হয়।