কলারোয়ায় জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপন

নিজস্ব প্রতিনিধিঃ ‘অপতিরোধ্য অগ্রযাত্রায়,উৎপাদনশীলতা”এইপ্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার কলারোয়ায় জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি পালন উপলক্ষে কলারোয়া উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার (২অক্টোবর) সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরীর
সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন-উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রফিকুল ইসলাম, উপজেলা প্রাণীসম্পদ অফিসার অমোল কুমার সরকার, পৌর কাউন্সিলর আলফাজ উদ্দীন, পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা আরিফ হোসেন, কলারোয়া পৌর প্রেসক্লাবের সভাপতি জুলফিকার আলী, প্রেসক্লাবের সদস্য সরদার জিল্লুর রহমান ও রাজু রায়হান প্রমুখ।
এছাড়া সভায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, এনজিও প্রতিনিধি, সুশিল সমাজের নেতৃবৃন্দ ও প্রশাসনের বিভিন্ন পর্যায়েরকর্মকর্তারাও ছিলেন।