পোরশায় জাল দলিল ও চাঁদা আদায় মামলায় চারজন আটক

কামরুজ্জামান,পোরশা,নওগাঁ: প্রতারনামুলক জাল দলিল ও চাঁদা আদায় এর অভিযুক্ত মামলায় নওগাঁ পোরশায় ৪ জনকে আটক করে জেল হাজতে প্রেরণ করেছে থানা পুলিশ।
মশিদপুর ইউনিয়নের সরিয়ালা গ্রামের দসি মন্ডলের ছেলে নুরেলের দায়ের করা মামলায় তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন গোরখাই গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে আসাদুল(৩৫), সাহেব মন্ডলের ছেলে আঃ হাকিম(৩৫), মৃতু ডাবর উদ্দিনের দুই ছেলে সাদের আলী(৫০) ও আব্দুল কাদের (৬০)।
থানা অফিসার ইনচার্জ শফিউল আজম খাঁন জানান, উল্লেখিত ব্যক্তিগণ সহ আরও অজ্ঞাত ৫জনকে আসামী করে ১৫/২/২০২১ইং তারিখে থানায় মামলা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার এসআই সাখোয়াত সঙ্গীয় ফোর্স সহ আসামীদের সরিয়ালা মোড় থেকে আটক করেন।আটক সকলকে বুধবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।