অটোরকিশা ছিনতাইয়ের চেষ্টায় ব্যার্থ অতঃপর চালককে গলা কেটে হত্যা

জুবায়ের খন্দকার, ময়মনসিংহঃ- ১লা এপ্রিল বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া উজেলার রাঙ্গামাটিয়া টানপাড়া এলাকায় দিন-দুপুরে প্রকাশ্যে নাজমুল ইসলাম (২৫)-নামের এক অটোরিকশা চালককে গলা কেটে হত্যা করেছে ছিনতাইকারীরা।
স্থানীয় এলাকাবাসীরা জানায়, দুপুর ঠিক ২টার দিকে নাজমুলের ব্যাটারি চালিত অটোরকিশায় ৩জন যাত্রীবেশে উঠে। পরে নাজমুল অটোরকিশা নিয়ে রাঙ্গামাটিয়া টানপাড়া এলাকায় আসে।
এমন সময় রাস্তায় কোনো লোকজন না থাকায় সুযোগ বুঝে পেছন থেকে ছুরি দিয়ে নাজমুলের গলা কেটে রাস্তার পাশে ফেলে দেয়।
আর ঠিক হত্যা করার পর নাজমুলের মৃত্যু নিশ্চিত হওয়ার পর তারা অটোরকিশা নিয়ে চলে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় এাকাবাসীরা বিষয়টি টের পেয়ে তাদের ধাওয়া করলে তারা
অটোরিকশা ফেলে পালিয়ে যায়। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নাজমুলের মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে ফুলবাড়িয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি-তদন্ত) মোশাররফ হোসেন বলেন,অটোরিকশা ছিনতাইয়ের জন্য নাজমুলকে গলা কেটে হত্যা করা হয়েছে। তবে অটোরিকশা নিয়ে পালানোর সময় স্থানীয়রা টের পেলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। এখনো আমি ঘটনাস্থলইে আছি পরে বিস্তারিত বলা যাবে এমনটাই জানালেন ফুলবাড়িয়া মডেল থানার এই কর্মকর্তা।