চাকরির টাকা আদায়ের লক্ষ্যে জোরপূর্বক নিয়ে যাওয়ার চেস্টা’ আটক-১

আঃ হাকিম, কুড়িগ্রামঃ কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়ন বাজারে অগ্রনী ব্যাংকের সামনে চাকরির টাকা আদায়ের লক্ষ্যে পাওনাদার আব্দুল খলিলকে সোমবার আনুমানিক ৩টা নাগাদ কয়েক জন লোক মটর সাইকেলে তুলে নিয়ে যাওয়ার পথে ভিতরবন্দ স্কুল মোড়ে জীবন বাচার তাগিদে চলতি গাড়ী থেকে লাফ দিয়ে রাস্তায় পরে যায়।
এমতাবস্থায় টাকা পাওনাদার আব্দুল খলিলকে মারধর শুরু করে, বাজারের জনসাধারণ এটি দেখতে পেয়ে ঘটনাস্থলে আসেন, ক্রমাগত ঘটনাটি বেড়েই চলে এবং এক পর্যায়ে দুইপক্ষ হাতাহাতি হয়।
পরবর্তীতে ইউ,পি চেয়ারম্যান আমিনুল হক খন্দকার (বাচ্ছু) কে বিষয়টি জানানো হলে, তিনি গ্রাম পুলিশ সহ ঘটনাস্থলে এসে একজকে আটক করেন এবং বাকিরা পালিয়ে যায়।
গ্রাম পুলিশ ঘটনাটি থানায় জানালে কিছুক্ষণের মধ্যে প্রশাসন সেখানে চলে আসেন এবং আটক কৃত ব্যক্তি কামরুল হাসানকে এস,আই, আব্দুর রাজ্জাকের হেফাজতে হাত কড়া পরিয়ে থানায় নিয়ে যান।
প্রসাশন জন সম্মুখে বলেন,যে কেউ হোক না কেন আইনকে নিজের হাতে তুলে নিলে সে অপরাধী বলে গন্য হবে । পরবর্তীতে থানায় যোগাযোগ করলে জানা যায় কামরুল হাসানের বাড়ী ভোগডাংগা ইউনিয়নের চর মাধপ পুর গ্রামে।