ময়মনসিংহের ভালুকায় রিকশাচালকের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়ায় অভিযুক্ত ৩ পুলিশ সাময়িক বরখাস্ত

জুবায়ের খন্দকার, ময়মনসিংহঃ ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার সিডষ্টোর হাইওয়ে পুলিশের বিরূদ্ধে আনীত এক রিক্সাচালকের ৬০০ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগের ভিত্তিতে একটি পোষ্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার ঘটনা গতকাল শুক্রবার অনুভূতি টিভির দর্শকদের মাঝে বিস্তারিত ঘটনা তুলে ধরা হয়। আর সেই ঘটনাকে কেন্দ্র করে অভিযুক্ত ৩ পুলিশ সদস্যকে
সাময়িকভাবে বরখাস্ত করা হেয়েছে।
৮ই মে শনিবার দুপুরে পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি-মিডিয়া) মোঃ সোহেল রানা অভিযুক্ত ৩ পুলিশ সদস্যকে সাময়িকভাবে বরখাস্ত হওয়ার ঘটনা নিশ্চিত করে তিনি বলেন-একদিনের রোজগারের টাকা ওই ৩ পুলিশ নিয়ে যাওয়ার কারনে পরদিন ওই রিক্সাচালক শামীম না খেয়ে রোজা রেখেছেন।
এ বিষয়টি বাংলাদেশ পুলিশের মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স উইংয়ের দৃষ্টি আকর্শণ করে সচেতন এক নাগরিক একটি বার্তা পাঠায়। সেই বার্তায় বলা হয় যে, এক অটোরিক্সাচলকের সারা রাতের আয় ৬০০ টাকা জোর পূর্বক কেড়ে নিয়ে যায় দায়িত্বরত ৩ পুলিশ
সদস্য।
আভিযোগটি গুরুতর হওয়ায় বাংলাদেশ পুলিশের মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স উইং তাৎক্ষণিকভাবে বার্তাটি সংশ্লিষ্ট ইউনিট কমান্ডার বরাবর পাঠিয়ে অভিযুক্ত ওই ৩ পুলিশ সদস্যকে শনাক্ত করে ব্যবস্থা গ্রহনের জন্য অনুরোধ করে।
এরপর অভিযুক্ত ওই ৩ পুলিশ সদস্যকে তাৎক্ষণিকভাবে অফিস আদেশে সাময়িকভাবে বরখাস্ত করে তাদেরকে হাইওয়ে পুলিশের মাঠ পর্যায়ের কার্যক্রম হতে অব্যাহতি দিয়ে হাইওয়ে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।
পুলিশ সদর দফতর জানায় যে, বরখাস্ত থাকাকালে ওই ৩ পুলিশ সদস্য পুলিশ লাইন্সে উপস্থিত থেকে নিয়মিত রোলকলে হাজিরা দেবেন এবং এই সময়ে তারা বিধি মোতাবেক কেবল খোরপোশ ভাতাদি পাবেন।
তাদের বিরূদ্ধে গঠিত তদন্ত কমিটি ইতোমধ্যেই ওই রিকশাচালককে খুঁজে বের করে তার সঙ্গে যোগাযোগও করেছে।তাকে সব ধরনের সাহায্য ও সহযোগিতাসহ সুষ্ঠু তদন্তের আশ্বাস দেয়া হয়েছে।
সব সাক্ষ্য-প্রমাণ, তথ্য-উপাত্ত ও প্রাসঙ্গিক বিষয়াদি বিবেচনায় অভিযোগের সত্যতা পাওয়া গেলে অভিযুক্ত সদস্যদের বিরুদ্ধে আইনের বিধান অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানায় বাংলাদেশ পুলিশ সদর দফতর।