শিক্ষার্থী যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসা সুপার আটক

Desk Reporter
Desk Reporter
প্রকাশিত: ৯:৩৫ পূর্বাহ্ণ, মে ৯, ২০২১

আল-মামুন,খাগড়াছড়ি: খাগড়াছড়ির মানিকছড়িতে  শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে বড়বিল মাদরাসাতুল মদিনার মাদ্রাসা সুপার মোঃ নাজনুল হাসান শিকদার(৩২)কে আটক করা হয়েছে। আটকের পর তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ  জানায়,  ‘উপজেলার বড়বিল সরকারী প্রাথমিক স্কুল সংলগ্ন খালের পাড়ে মাদরাসাতুল  মদিনা নামকরণে একটি   মাদরাসা প্রতিষ্ঠা করেন দাওয়াতী ইসলাম নামের একটি  ধর্মীয় গ্রুপ।  এর পর এলাকার অসহায়,দরিদ্র পরিবারের ছেলেদের  ধর্মীয় জ্ঞানার্জনে ভর্তি করান অভিভাবকরা।

গত ৩ মে  মাদ্রাসার এক শিশুকে যৌন নিপীড়নের চেষ্টা করে। নিপীড়নের শিকার শিক্ষাথর্ী মাদ্রাসায় যেতে অনিহা প্রকাশ করে।পরে মায়ের কাছে নিপীড়নের বিষয়টি খুলে বলে নিযার্তনে শিকার শিক্ষাথর্ীা। পরে শিশুটিক হাসপাতালে আনা হয়। এই ঘটনায় নারী ও শিশু নিযার্তন আইনে একটি  মামলা দায়ের করা হয়।

মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকতার্ আমির হোসেন জানান ,‘ যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসা সুপারকে আটক করা হয়েছে।’