ধামইরহাটে ১০ শ্রেনির স্কুলছাত্রীকে অপহরণকারী যুবক গ্রেফতার

Desk Reporter
Desk Reporter
প্রকাশিত: ৯:৫৫ অপরাহ্ণ, মে ১৮, ২০২১

এম এ মালেক,ধামইরহাট নওগাঁ: নওগাঁর ধামইরহাটে স্কুলছাত্রীকে অপহরণকারী যুবককে আটক করেছে থানা পুলিশ।সোমরাতে অভিযান চালিয়ে ওই যুবক ও ভিকটিমকে উদ্ধার করা হয়।

জানা গেছে, কয়েকমাস পূর্বে উপজেলার বীরগ্রামের তোয়ারফ হোসেনের মেয়ে ১০ শ্রেনির ছাত্রীকে কৌশলে অপর আর এক নারীর সহযোগিতায় অপহরণ করে।

অপহরণের পরই থেকে থানা পুলিশের সহযোগিতায় আসামী ও ভিকটিমের অবস্থায় লালমনিরহাট সদরের নজিপাড়া গ্রামের সিরাজুল ইসলামের বাড়ী সিরাজুল ইসলাম ছেলে নূরনবী ইসলাম (১৯) এর নিকট আছে বলে নিশ্চিত হলে, ওসি আবদুল মমিনের নেতৃত্বে এস.আই আলমগীর হোসেনসহ সঙ্গীয় ফোর্স সুকৌশলে অপহরনকারী ও ভিকটিমকে ১৭ মে রাতে উদ্ধার করতে সক্ষম হয়।

রাতেই আটককৃত অপহরনকারীর বিরুদ্ধে পিতা তোয়ারফ হোসেন বাদী হয়ে ধামইরহাট থানায় মামলা দায়ের করেন। মামলা নং ২৫।

ধামইরহাট থানার ওসি আবদুল মমিন জানান, ‘ভিকটিম স্থানীয় একটি স্কুলের ১০ শ্রেনির শিক্ষার্থী, পরিবারের অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়ে অপহরনকারীকে গ্রেফতার পূর্বক ১৮ মার্চ সকালে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।’