বদলগাছীতে আরবী পড়তে এসে ৪র্থ শ্রেণির শিক্ষার্থী ধর্ষণের শিকার, ইমাম জেল হাজতে

Desk Reporter
Desk Reporter
প্রকাশিত: ৯:২৫ অপরাহ্ণ, মে ২৯, ২০২১

সানজাদ রয়েল সাগর, বদলগাছী; নওগাঁঃ
নওগাঁর বদলগাছীতে ৪র্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে স্থানীয় মসজিদের ইমামকে আটক করেছে বদলগাছী থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে উপজেলার মিঠাপুর ইউনিয়নের উত্তর পাকুড়িয়া নামক গ্রামে।

থানা পুলিশ ও শিশুটির পরিবার সূত্রে জানা যায়, করোনার কারণে দীর্ঘদিন স্কুল বন্ধ থাকায় মিঠাপুর উত্তর পাকুড়িয়া গ্রামের আব্দুল  কুদ্দুসের ছেলে স্থানীয় মসজিদের ইমাম হাফেজ আবু হাসান (২৫) এর বাসায় আরবী পড়তে যেত ঐ শিশুটি।

 

 

শনিবার (২৯ মে) সকাল ৭ টার দিকে হাফেজ আবু হাসান শিশুটিকে একা পেয়ে ধর্ষণ করে। পরে তার হাতে ১০ টাকা দিয়ে ঘটনাটি কাউকে না বলার জন্য সতর্ক করে দেয়। কিন্তু শিশুটি বাড়িতে গিয়ে তার মাকে বিষয়টি বলে দেয়।

ঘটনাটি জানাজানি হলে এলাকার লোকজন ইমাম আবু হাসানকে ধরে গণধোলায় দিয়ে আটকে রেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনা স্থলে গিয়ে ইমামকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ ঘটনায় শিশুটির মা  বাদী হয়ে বদলগাছী থানায় একটি ধর্ষন মামলা দায়ের করেছে।

বদলগাছী থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুল ইসলাম বলেন, এ বিষয়ে থানায় একটি ধর্ষণ মামলা হয়েছে। আসামী আবু হাসানকে আটক করে শনিবার বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।