কক্সবাজারে ধর্ষণ মামলা আসামী গ্রেফতার

Desk Reporter
Desk Reporter
প্রকাশিত: ১১:১২ অপরাহ্ণ, মে ২৯, ২০২১

জাফর আলম,কক্সবাজার: কক্সবাজার সদরের ঈদগাঁও থানাধীন ইসলামপুর জুমের ব্রীজের পূর্ব পাশে বাগানের ভিতর নিয়ে গিয়ে এক স্থানীয় কিশোরীকে ধর্ষণের শিকার হয়েছে। ২৬ মে দিনে এঘটনা ঘটেছে।

এঘটনায় জড়িত ধর্ষক জুনাইদ (২০) কে গ্রেফতার করা হয়েছে।ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবদুল হালিমের দিক নির্দশনায় এস আই কামাল হোসেন সঙ্গীয় ফোর্স গত ২৮ মে রাত দেড়টার দিকে পশ্চিম গজালিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হন।

ধর্ষক জুনাঈদ কক্সবাজারের ঈদগাঁও থানাধীন পশ্চিম গজালিয়া এলাকার নুরুল আমিনের ছেলে।এঘটনায় ধর্ষিতার বাবা বাদী হয়ে ধর্ষক জুনাইদের বিরুদ্ধে ঈদগাঁও থানায় মামলা দায়ের করেন। ঈদগাও থানার মামলা নং-১১, তারিখ-২৭/০৫/২০২১। ধারা-২০০০ সনের না:শি: নি: দমন আইন(সংশোধিত/০৩) এর ৯(১)।ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ ওসি মো. আবদুল হালিম জানান, গ্রেফতারকৃত আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে।