নিখোঁজের ৭দিন পর সড়কের পাশে অটোচালকের মরদেহ উদ্ধার

জুবায়ের খন্দকার, ময়মনসিংহঃ রবিবার দুপুরে ময়মনসিংহ সদর উপজেলার বারেরা নিজামনগর এলাকার সড়কের পাশ থেকে নিখোঁজের ৭দিন পর রুক্কু মিয়া (৪০)- নামের এক ব্যাটারিচালিত অটোরিক্সা চালকের মরদেহ উদ্ধার করেছে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ।
নিহত রুক্কু মিয়া ময়মনসিংহ বিভাগীয় জেলা শহর নেত্রকোনা সদর উপজেলার পূর্বধলা রাজিবপুর গ্রামের লাল চাঁন মিয়ার ছেলে।
নিহত রুক্কু মিয়ার ছোট ভাই রফিকুল ইসলাম গণমাধ্যমকর্মীদেরকে জানান, বিগত ১০ বছর যাবৎ ময়মনসিংহের বলাশপুর এলাকার সামাদ মিয়ার গ্যারেজ থেকে অটোরিক্সা চালাতেন তার ভাই রুক্কু মিয়া।
আজ রবিবার রুক্কু মায়ের সাথে শেষবারের মত কথা বলেছিলেন। মাকে রুক্কু মিয়ার সাথে গ্যারেজ মালিকের সাথে কথা কাটাকাটির কথা জানিয়েছিলেন। দুজনের কথা শেষ হওয়ার পর থেকে রুক্কু মিয়ার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।
রুক্কু মিয়ার পরিবার জানায় যে, গত ২৬শে মে বুধবার গ্যারেজ মালিক সামাদ মিয়া তাদের বাড়িতে আসেন। বাড়িতে এসেই রুক্কু মিয়ার পরিবারের সদস্যেরকে বলে রুক্কু মিয়া কোথায়।
গত ২৩শে মে রবিবার থেকে রুক্কু মিয়া অটোরিক্সাসহ নিখোঁজ হয়েছেন। এরপর আজ রবিবার রুক্কু মিয়ার মৃতদেহ উদ্ধার করলো ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ।
এদিকে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার পরিদর্শক (তদন্ত) ফারুক হোসেন বলেন- ময়মনসিংহ সদর উপজেলার বারেরা নিজামনগর এলাকার সড়কের পাশে অজ্ঞাত একটি মৃতদেহ দেখে স্থানীয় এলাকাবাসী খবর দিলে ঘটনাস্থল থেকে পুলিশ রুক্কু মিয়ার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। তবে এ ব্যপারে এখন পর্যন্ত থানা কোন মামলা হয়নি বলে জানালেন ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার এই কর্মকর্তা।