কলারোয়ায় যাবজ্জীবন দন্ড প্রাপ্ত আসামী আটক

কলারোয়া(সাতক্ষীরা) প্রতিনিধিঃ কলারোয়া থানা পুলিশ অভিযান চালিয়ে যাবজ্জীবন কারাদন্ড প্রাপ্ত আসামী বিল্লাল হোসেন (৩৫) নামে এক যুবককে আটক করেছে। সে উপজেলার বুইতা গ্রামের আঃ গনি গাজীর ছেলে।
থানা পুলিশ সূত্রে জানায়, জেলা পুলিশ সুপার মোহাম্মাদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) এর নির্দেশনায় কলারোয়া থানার অফিসার ইনচার্জ মীর খায়রুল কবিরের নেতৃত্বে এসআই সোহরাব হোসেন, এএসআই আছাবুর রহমান সরদার সংগীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে ওই যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীকে গতকাল রাতে উপজেলার বামনখালী বাজার এলাকা থেকে আটক করেন।
.