যশোরের শার্শায় ইট বোঝাই ট্রলি থেকে ১৪০ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

মহসিন মিলন,বেনাপোল প্রতিনিধি:যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা শনিবার বিকেলে একটি ইট বোঝাই ট্রলি থেকে ১৪০ বোতল ফেন্সিডিলসহ জাকারিয়া হোসেন (২৫) নামে এক যুবককে আটক করেছে। আটক যুবক শার্শা থানার বালুন্ডা গ্রামের মোসাব্দী মোড়ল এর ছেলে।ট্রলিতে ইট বহনের আড়ালে ফেন্সিডিল এর ব্যবসা চালিয়ে যাচ্ছে বলে পুলিশ জানিয়েছেন।আটক ফেনসিডিলের মূল্য ১ লাখ ৪০ হাজার টাকা বলে পুলিশ জানায়।শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) বদরুল আলম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি একটি ইট বোঝাই ট্রলিতে বিপুল পরিমাণ মাদকের চালান নিয়ে বসতপুর-সেতাই পাকা রাস্তা হয়ে যাচ্ছে। এমন সংবাদে ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে ফেন্সিডিল ও ট্রলিসহ জাকারিয়াকে আটক করা হয় । পুলিশের জিজ্ঞাসাবাদে সে ইট বহন ট্রলিতে মাঝে মাঝে ফেন্সিডিল বহন করতো বলে স্বীকার করেন।তার বিরুদ্ধে শার্শা থানায় মাদক আইনে মামলা হয়েছে।