কুড়িগ্রামের রাজিপুরে ১৬০৫ পিচ ভারতীয় ইয়াবাসহ আটক-২

শাহীন আহমেদ,কুুড়িগ্রাম:কুড়িগ্রাম ও জামালপুর সীমান্তের জিরো পয়েন্ট থেকে র্যাব জামালপুর-১৪ কর্তৃক ১৬০৫পিচ ভারতীয় ইয়াবা ও ২টি মুঠো ফোনসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
জানা গেছে,বৃহস্পতিবার রাতে চর রাজিবপুর উপজেলার ধুবালিয়া পাড়া ও দেওয়ানগঞ্জ উপজেলার গাড়োহাড়ী এলাকার জিরো পয়েন্ট থেকে ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে র্যাব ।
আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন চর রাজিবপুর উপজেলার নামাপাড়া গ্রামের মৃত্যু আক্কেল আলী পুত্র ফরিদ উদ্দিন ফটিক(৪৫) এবং একই
গ্রামের ইজ্জত আলীর পুত্র সাইফুল ইসলাম(৩০)।
র্যাব জামালপুর সুত্রে জানাযায়,গোপন সংবাদের ভিত্তিতে এএসপি এমএম সবুজ রানার নেতৃত্বে আসামীদ্বয়কে আটক করে শুক্রবার
দেওয়ানগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে। দেওয়ানগঞ্জ থানার কর্মকর্তা ইনচার্জ মোহাব্বত কবীর জানান,তাদের বিরুদ্ধে দেওয়ানগঞ্জ থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।