সাতক্ষীরায় টিকা গ্রহন করলেন মীর মোস্তাক আহমেদ রবি এমপি

মীর মোস্তফা আলী, জেলা প্রতিনিধি সাতক্ষীর ঃ ভয়কে জয় করে সাতক্ষীরার হাসপাতাল গুলিতে প্রতিদিন বাড়ছে করোনা ভাইনাসের টিকার রেজিস্ট্রেশন ও গ্রহনের সংখ্যা।
গত ৭ ফেব্রুয়ারি করোনা ভাইরাসে টিকা প্রদান কর্মসূচির আওতায় আজ ১১তম দিনে নিজ শরীরে করোনা ভাইরাসের টিকা গ্রহন করলেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি।
এছাড়াও টিকা নেন আজ সি এনএন ওয়ার্ড টুয়েন্টি ফোর সাতক্ষীরা জেলা প্রতিনিধি মীর মোস্তফা আলী।
সাতক্ষীরা জেলা সিভিল সার্জেন হুসাইন সাফায়েত জানান, গত ১০ দিনে সাতক্ষীরা জেলায় টিকা গ্রহনের জন্য মোট ১৬ হাজার ৪০৭ জন রেজিস্ট্রেশন করেছেন এর মধ্যে টিকা গ্রহন করেছেন মোট ৯ হাজার ৪৬৪জন।
প্রতিদিন রেজিস্ট্রেশন ও টিকা গ্রহনের জন্য রাজনৈতিক রনতৃবৃন্দ, স্বাস্থ্যকর্মী, পুলিশ, বিজিবি,
সংবাদিকসহ ভিড় করছে সাধারন মানুষ।