ভূরুঙ্গামারীতে সড়ক দূর্ঘটনায় এক শিক্ষকের মৃত্যু

শাহীন আহমেদ, কুড়িগ্রামঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সড়ক দূর্ঘটনায় অবসরপ্রাপ্ত এক শিক্ষকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে উপজেলার বঙ্গ সোনাহাট ইউনিয়নের সোনাহাট বাজারে মর্মান্তিক এই সড়ক দূর্ঘটনাটি ঘটে। নিহত ওই শিক্ষকের নাম বাহাজ আলি (৮৫)। তার বাড়ী বঙ্গ সোনাহাট ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের লক্ষীর মোড় এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে সোনাহাট বাজার মসজিদের সামনে রাস্তা পার হওয়ার সময় অপর দিক থেকে আসা দ্রুত গতি সমপন্ন একটি মটর সাইকেল বাহাজ আলিকে ধাক্কা দিলে তিনি পাকা রাস্তায় পড়ে গিয়ে গুরুত্বর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এলাকাবাসী মোটর সাইকেলটি আটক করলেও চালক পালিয়ে যায়।
শুক্রবার বিকেল সাড়ে তিনটায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত বাহাজ আলি সোনাহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ১৯৯২ সালে শিক্ষকতা থেকে অবসর গ্রহন করেন।
ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচাজ মুহাঃ আতিয়ার রহমান দূর্ঘটনা বিষয়টি নিশ্চিত করেছেন।