এবার-৫ লক্ষ ৪৭ হাজার শিশু হাম ও রুবেলা ভ্যাকসিন পাবে কুড়িগ্রামে

কুুুড়িগ্রাম সংবাদদাতাঃ কুড়িগ্রাম জেলায় ১৯ ডিসেম্বর থেকে ৩১ জানুয়ারি অবধি হাম ও রুবেলার বিরুদ্ধে ৫ লক্ষ ৪৭হাজার ৩৭০ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
মঙ্গলবার (১৫ ডিসেম্বর) দুপুরে জেলা সিভিল সার্জন অফিসের হল রুমে হাম ও রুবেলা নিয়ন্ত্রণের বিষয়ে সামাজিক সচেতনতা বাড়াতে গণমাধ্যম কর্মীদের নিয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়ে ডা:হাবিবুর রহমান সিভিল সার্জন বক্তব্য রাখেন।
এ সময় সাংবাদিকসহ নজরদারি মেডিকেল অফিসার মাহবুব আল শাহেদ, জেলা স্যানিটারি পরিদর্শক জহুরুল ইসলাম, আবদুল হান্নান প্রমুখ।
এক তথ্যে জানানো হয়, চলতি বছরের ১৯ ডিসেম্বর থেকে ৩১ জানুয়ারী অবধি কুড়িগ্রাম জেলার নয়টি উপজেলা ও ৩ টি পৌরসভায় হাম ও রুবেলার বিরুদ্ধে মোট ৫ লাখ ৪৭ হাজার ৩৭০শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।এর মধ্যে-৯মাস থেকে-৫বছর বয়সের-২ লাখ ৬৪হাজার-২৫৬শিশু এবং-৫বছর থেকে-১০বছর বয়স পর্যন্ত-২ লাখ-৮৩হাজার-১১৪ শিশুকে লক্ষ্য করা হয়েছে।