সিলেটে বিআরটিসি কর্মকর্তার গাড়ি ভাঙচুর, কাউন্টার তালাবন্ধ

সিলেটঃ বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) সিলেট ডিপো অপারেশন ম্যানেজার জুলফিকার আলীকে মারধর করে তার গাড়ি ভাঙচুর করা হয়েছে। পরিবহন শ্রমিকরা সিলেট-মৌলভীবাজার-হবিগঞ্জ সড়কে বিআরটিসি বাস থামিয়ে দেয়।
রবিবার সকাল সাড়ে নয়টার দিকে শ্রমিকরা এসে বিআরটিসির কাউন্টারে তালা দিয়ে ওই কর্মকর্তার অফিসিয়াল গাড়ি ভাঙচুর করে।
বিআরটিসি কর্তৃপক্ষ জানিয়েছে, পরিবহন শ্রমিকরা তাদের কাউন্টার থেকে নগদ ১২ হাজার টাকা এবং একটি ল্যাপটপ ছিনিয়ে নেয়।
সিলেট ডিপো অপারেশন ম্যানেজার জুলফিকার আলী জানিয়েছেন, উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলে তিনি আইনানুগ ব্যবস্থা নেবেন।
এর আগে রবিবার সকাল ৯ টায় কদমতলী বাস টার্মিনালের নির্ধারিত কাউন্টার থেকে সিলেট-হবিগঞ্জ ও সিলেট-মৌলভীবাজার-শ্রীমঙ্গল রুটে পুলিশ প্রহরায় বিআরটিসির এসি বাস পরিষেবা চালু করা হয়।
তবে বাসের চলাচল করতে আপত্তি জানিয়েছেন পরিবহন মালিক ও শ্রমিকরা। তবে সংশ্লিষ্টরা জানিয়েছেন, আপত্তি থাকলেও বাস চলবে।
সিলেট-মৌলভীবাজার-শ্রীমঙ্গল এবং সিলেট-হবিগঞ্জ রুটে দিনে ৬ টি করে মোট ১২ টি শিতাতাপ নিয়ন্ত্রিত বাস চলবে। বাসগুলি সিলেটের কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে ছেড়ে যাবে।