মা ও ছেলে বাঁচালেন ট্রেনের শত শত যাত্রীর প্রাণ

জয়পুরহাট প্রতিনিধিঃ সাজিদ হোসেন (১৫) নামে এক কিশোর লাল রঙের গেঞ্জি উড়িয়ে এবং ট্রেন থামিয়ে কয়েকশ যাত্রীর জীবন বাঁচায়। একই সাথে কোটি কোটি টাকার মূল্যবান সম্পদ ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে। ট্রেনের গন্তব্য ছিল ঢাকা।
রবিবার (২৭ ডিসেম্বর) জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, কিশোর সাজিদ আনোয়ার হোসেন ও সহিদা বেগমের ছেলে। তিনি একই উপজেলার একটি বেসরকারী বিদ্যালয়ের দশম শ্রেণিতে পড়াশোনা করছেন। ঘটনার সময় সাজিদের মা রেললাইন পার হচ্ছিলেন। এই সময় তিনি লোহার প্লেটের একটি অংশে একটি ফাটল দেখতে পেয়েছিলেন। তিনি তত্ক্ষণাত একটি লাঠির সাথে একটি লাল রঙের কাপড় বেঁধে তাঁর ছেলে সাজিদকে এটিকে উড়তে বললেন। পরে সাজিদ একটি লাল রঙের গেঞ্জি উড়ায় এবং আন্তঃনগর এক্সপ্রেস ট্রেন থামিয়ে দেয়।
এ বিষয়ে রেলওয়ে মেরামত অফিসার (কী-ম্যান) রায়হান হোসেন জানান, সাজিদের ট্রেন থামার পর অফিসের কর্মকর্তাদের নির্দেশে তিনি ঘটনাস্থলে গিয়ে রেললাইনে ফাটল সংশোধন করেন। প্রায় এক ঘন্টা পরে ট্রেনটি স্বাভাবিক অবস্থায় ফিরে আসে।
জয়পুরহাট স্টেশনের সহকারী স্টেশন মাস্টার আবদুল হামিদ গণমাধ্যমকে জানিয়েছেন,সাজিদ লাল গেঞ্জি উড়িয়ে ট্রেন থামিয়ে দেওয়ায় মারাত্মক দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে। আপাতত আমি রেল বিভাগের পক্ষ থেকে কিশোর সাজিদকে ধন্যবাদ জানাই।