পঞ্চগড় জেলা নির্বাচন কর্মকর্তার গাড়ি ভাঙচুর

পঞ্চগড়:পঞ্চগড় পৌর নির্বাচনের সময় সরকারী কালেক্টরেট শিক্ষা নিকেতন ও টিউলার ডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ দুটি কেন্দ্রে পোলিং এজেন্টভুক্ত পাঁচটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে।সোমবার (২৮ ডিসেম্বর) সকাল ১১ টা থেকে ১২ টা অবধি এই ঘটনাগুলি পৃথকভাবে ঘটেছিল।
জেলা নির্বাচন কর্মকর্তা মো:আলমগীর জানান, পর্যবেক্ষণ করতে গিয়ে কালেক্টরেট স্কুলের সামনে হঠাৎ আমার উপর দুর্বৃত্তরা হামলা করে। এ সময় পিছনের কাঁচযুক্ত গাড়িতে থাকা এক পুলিশ সদস্য আহত হন।
অন্যদিকে, দুর্বৃত্তরা হঠাৎ করে তুলারডাঙ্গা স্কুল কেন্দ্রে প্রবেশ করে এবং পোলিং এজেন্টদের বাইরে পাঁচটি মোটরসাইকেল ভাঙচুর করে। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী দুটি কেন্দ্রে মোতায়েন করা হলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।এদিকে পরিস্থিতি স্বাভাবিক হলেও আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে।