টাঙ্গাইলের সড়ক দুর্ঘটনায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

টাঙ্গাইলঃ টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় একটি ট্রাক উল্টে তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার সকাল ১১ টার দিকে উপজেলার সিঙ্গুরিয়া ব্রিজের এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ভুঞাপুর উপজেলার কাগমারপাড়া গ্রামের ইউসুফের ছেলে রশিদ (১৫), মুন্না (২০) এবং সৌরভ (১৫) একই গ্রামের লাল মিয়ার ছেলে।
ভুঞাপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মুরাদ হোসেন জানান, ফ্রেশ সংস্থার একটি ট্রাক সিঙ্গুরিয়া ব্রিজের কাছে পৌঁছে বিপরীত দিক থেকে আগত একটি মোটরসাইকেলটিকে চাপা দেয় এতে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। আরেকজন হাসপাতালে মারা যান।
ভুঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) রাজীব চৌধুরী পাল জানান, দুর্ঘটনার পরে দুজনকে হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে আনার আগে রশিদ নামে এক কিশোর মারা যায়। আরও একজনকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইলের আড়াইশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রেরণের পরে মারা যান।