ইসলামপুরে ধর্ম প্রতিমন্ত্রী’র ঢেউটিন নগদ অর্থ ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

লিয়াকত হোসাইন লায়ন, (জামালপুর)প্রতিনিধিঃ জামালপুরের ইসলামপুরে সম্প্রতি অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ঢেউটিন ও নগদ টাকা এবং প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল।
শনিবার বিকালে ইসলামপুর উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রসাশন আয়োজনে দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অর্থায়নে সাম্প্রতিক অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ৩৭টি পরিবারের মাঝে প্রতি পরিবারকে ১বান্ডিল ঢেউটিন ও ৩হাজার নগদ টাকা এবং দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি’র উদ্যোগে ১০০ প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়।
এ সময় ইসলামপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান এড.জামাল আব্দুন নাছের বাবুল,মেলান্দহ উপজেলা পরিষদ চেয়ারম্যান ইঞ্জিঃ কামরুজ্জামান,উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মাজহারুল ইসলাম, দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি’র জেনারেল সেক্রেটারী বীর মুক্তিযোদ্ধা গোলাম মোহাম্মদ চৌধুরী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটু সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।