শ্যামনগরে বঙ্গবন্ধু ইউনিয়ন ‘টি-টেন’ টুনার্মেন্টের উদ্বোধন

আনিসুজ্জামান সুমন, শ্যামনগর প্রতিনিধিঃ শ্যামনগর উপজেলা সদরের ঐতিহ্যবাহী নকিপুর জমিদার বাড়ি মাঠে রবিবার বেলা দশটায় সংসদ সদস্য এস এম জগলুল হায়দার প্রধান অতিথি হিসেবে বঙ্গবন্ধু ইউনিয়ন ‘টি-টেন’ টুনার্মেন্টের উদ্বোধন করেন।
নকিপুর ক্রিকেট জায়ান্ট এর তত্ত্বাবধান ও ব্যবস্থাপনাসহ নকিপুর একতা যুব সংঘের আয়োজনে অনুষ্ঠিত টুর্নামেন্টে উপজেলার মোট আটটি দল অংশগ্রহন করে।
প্রথম দিনে অনুষ্ঠিত চারটি খেলায় যথাক্রমে শ্যামনগর সদর, কাশিমাড়ী, আটুলিয়া, ও মুন্সিগঞ্জ ইউনিয়ন জয়ী হয়। উদ্বোধনী অনুষ্ঠানে নকিপুর জায়ান্ট এর চেয়ারম্যান এস এম সায়েদ বিন হায়দার রাজীব এর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ নাজমুল হুদা, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক প্রভাষক মোশারফ হোসেন, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক জাহিদ সুমন, নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণেন্দু মুখার্জী।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শ্যামনগর প্রেসক্লাবের সাবেক আহবায়ক গাজী সালাউদ্দীন বাপ্পী, যুগ্ম-সম্পাদক আব্দুর রহমান বাবু, নকিপুর জায়ান্ট এর ভাইস চেয়ারম্যান এসএম ফেরদাউস হায়দার, রিপোটার্স ক্লাবের সভাপতি গাজী আল ইমরান, সহ-সভাপতি আব্দুল আলিম, ক্রিড়া সংগঠক আদম আলী, দেবাশীস মুখার্জী প্রমুখ।