ট্রেনে কাটা পরে বাবা-ছেলের প্রাণহানী

কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লার নাঙ্গলকোটে ট্রেনে কাটা পরে বাবা ও ছেলে নিহত হয়েছেন। সোমবার (১১ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৫ টার দিকে নাঙ্গলকোট উপজেলার মাকরামপুর ইউনিয়নের বননগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বাবা মাহবুবুল হক (৫২) এবং তার ছেলে জিসান (৪)।
স্থানীয়দের মতে, মাহবুবুল হকের বাড়ি বননগর উত্তরপাড় এলাকায় রেললাইন ধারে। সোমবার বিকেলে তিনি তার শিশু পুত্র জিসানের সাথে রেললাইন ধারে হাঁটতে যান। এমন সময়, জিসান খেলার তালে রেল লাইনের উপরে খেলতে যায়। একই সময়ে, যখন ঢাকাগামী মেট্রোপলিটন গোধূলি ট্রেন চলে এলে বাবা মাহবুবুল হক জিসানকে বাঁচাতে দৌড়ান, কিন্তু তিনিও রক্ষা পাননি। একসাথে ট্রেনের নিচে কাটা পরে বাবা-ছেলে প্রাণ হারান।
মাকরামপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সদস্য সোহাগ মিয়া বলেন, “আমি চিৎকার শুনে রেললাইনের পাশে গিয়ে ঘটনাটি দেখেছি।” পরে পুলিশে খবর দিয়েছি। যদিও এই অঞ্চলে রেল লাইনে একটি লেবেল ক্রসিং রয়েছে, এখানে কোনও গেট নেই। সে কারণে ট্রেনগুলোর আসা ও যাওয়া নিয়ে কোনও পূর্বাভাস পাওয়া যায় না। যেহেতু রেল লাইনের পাশের ঘরবাড়ি রয়েছে তাই অনেক লোক রেললাইন ধারেই হাঁটেন। কিছুদিন আগেও এখানে একটি দুর্ঘটনা ঘটেছিল।
লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন জানান, একটি পুলিশ টিম ঘটনাস্থলে গিয়েছে। সেখান থেকে লাশ উদ্ধার করে থানায় আনা হয়।