জয়পুরহাটে নাশকতার অভিযোগে বিএনপির ২৩ নেতা-কর্মী আটক

জয়পুরহাট প্রতিনিধিঃ নাশকতার অভিযোগে জয়পুরহাট জেলা বিএনপির আহ্বায়ক শামসুল হকসহ ২৩ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৩ জানুয়ারি) দুপুর ১২ টার দিকে তাদেরকে শহরের বাটা মোড়ের নিকটবর্তী হক ভিলা থেকে গ্রেপ্তার করা হয়।
আটককৃতদের মধ্যে জয়পুরহাট জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ শামসুল হক, যুগ্ম আহ্বায়ক আবদুল ওয়াহাব, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম বকুল, আনিসুর রহমান তালুকদার, মওদুদ আহমদ ও তাজউদ্দিনসহ ২৩ নেতা-কর্মী রয়েছেন।
জয়পুরহাটের ভারপ্রাপ্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেছেন, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে হক ভিলায় গোপন বৈঠক করছেন; এ জাতীয় সংবাদের ভিত্তিতে পুলিশ বাড়িটি অবরোধ করে। এ সময় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের ২৩ নেতা-কর্মীকে স্থানীয় অস্ত্র সহ আটক করা হয়।