বদলগাছীতে গৃহহীনদের জমি ও গৃহ হস্তান্তর কর্যক্রমের শুভ উদ্বোধন

সানজাদ রয়েল সাগর; বদলগাছী, নওগাঁঃ “গৃহায়নের অধিকার, প্রধানমন্ত্রীর উপহার” এই স্লোগানকে সামনে রেখে মুজিব শতবর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী কতর্ৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২৩ জানুয়ারি) গণভবন থেকে সারাদেশব্যাপী ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই গৃহহীনদের গৃহ হস্তান্তর কর্যক্রমের শুভ উদ্বোধন ঘোষনা করেন।
শনিবার সকাল ৯টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হল রুমে এই ভিডিও কনফারেন্স অনুষ্ঠান আরম্ভ হয়।
প্রধানমন্ত্রীর উদ্বোধন শেষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উত্তম কুমার দাস বদলগাছী উপজেলার ৪৮ জন ভূমিহীন ও গৃহহীনদের মাঝে জমির দলিল ও গৃহের চাবি হস্থান্তর করেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ সামছুল আলম খঁান, উপজেলা নির্বাহী অফিসার মুহাঃ আবু তাহির, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবু খালেদ বুলু, উপজেলা ভাইস চেয়ারম্যান ইমামুল আল হাসান তিতু, সহকারী কমিশনার (ভূমি) সুমন জিহাদী, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জবির উদ্দিন এফ. এফ ও ডি. এম. এনামুল হক প্রমূখ।
০১৭১২-১৯৯৯৪২