ইসলামপুরে আশ্রয় প্রকল্পের নির্মাণাধীন ঘর গৃহহীনদের মাঝে হস্তান্তর

লিয়াকত হোসাইন লায়ন; ইসলামপুর,জামালপুরঃ সারা দেশের ন্যায় জামালপুরের ইসলামপুরে মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ন প্রকল্প ২ আওতায় নির্মিত ৮৮ জন ভূমিহীন ও গৃহহীনদের মাঝে জমির দলিলসহ ঘর হস্তান্তর করা হয়েছে।
শনিবার সকালে উপজেলা চত্বরে উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে গৃহহীনদের মাঝে ঘরের চাবী ও জমির দলিল হস্তান্তর করা হয়। উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম জামাল আব্দুন নাছের বাবুল,উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. মাজহারুল ইসলাম
সহকারী কমিশনার (ভূমি) মো. রোকনুজ্জামান খান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসন টিটু,পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার এ এম আবু তাহের সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।