প্রধানমন্ত্রী কর্তৃক সরিষাবাড়ীতে জমি ও গৃহ প্রদান

সোহেল রানা;সরিষাবাড়ী,জামালপুর:
জামালপুর জেলার সরিষাবাড়ীতে মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে “ক” শ্রেণীর ২৯৫টি ঘরের জমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার ২৩ জানুয়ারী সকালে ভিডিও কন্ধসঢ়;ফারেন্সের মাধ্যমে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জাতির পিতা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা।
উদ্বোধন শেষে উপজেলা অডিটোরিয়াম হল রুমে উপজেলা নির্বাহী অফিসার শিহাব উদ্দিন আহমদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, তথ্য প্রতিমন্ত্রী আলহাজ্ব ডা. মোঃ মুরাদ হাসান এম.পি।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ গিয়াস উদ্দিন পাঠান, ইউপি চেয়ারম্যান মোঃ সামস উদ্দিন সাম্ধসঢ়;স প্রমুখ।পরে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহের দলিলপত্র তুলে দেন তথ্য প্রতিমন্ত্রী আলহাজ্ব ডাঃ মোঃ মুরাদ হাসান এম.পি।