খানসামায় সৌর বিদ্যুৎ চালিত পাম্পে কৃষি সেচ গ্রাহক উদ্বৃদ্ধকরণ সভা

মোরশেদ-উল-আলম;চিরিরবন্দর,দিনাজপুর: দিনাজপুরের খানসামায় সৌর বিদ্যুৎ
চালিত পাম্পের মাধ্যমে কৃষি সেচ গ্রাহক উদ্বৃদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২৮ জানুয়ারী বৃহস্পতিবার দুপুর ১২টায় দিনাজপুর পলী বিদ্যুৎ সমিতি-১ এর
আয়োজনে উপজেলার ভাবকি ইউনিয়ন পরিষদ হলরুমে দিনাজপুর পলী বিদ্যুৎ সমিতি-১ এর
আওতাধীন রাণীরবন্দর পলী বিদ্যুৎ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার ডিজিএম মোঃ
মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে উদ্বৃদ্ধকরণ সভায় সৌর বিদ্যুৎ চালিত পাম্পের মাধ্যমে
কৃষি সেচ এর বৈশিষ্ট্য ও সুবিধা বিষয়ে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আহমেদ
মাহবুব-উল-ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন,
ভাবকি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সফিকুল ইসলাম, দিনাজপুর পলী বিদ্যুৎ সমিতি-১ এর
এলাকা পরিচালক কামরুজ্জামান শাহ ও সচিব শরিফুল ইসলাম প্রমুখ। এসময় পল্লী বিদ্যুতের
গ্রাহকসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।