শেরপুর জেলা আওয়ামী লীগ থেকে দুই নেতা বহিষ্কার

শাহরিয়ার মিল্টন, শেরপুর প্রতিনিধি : বিদ্রোহী হয়ে শেরপুরে পৌর সভা
নির্বাচনে অংশ গ্রহন করায় জেলা আওয়ামী লীগের দুই
নেতাকে বহিষ্কার করা হয়েছে। রবিবার (৩১ জানুয়ারি) দুপুরে
জেলা আওয়ামী লীগের সভাপতি, স্থানীয় সাংসদ ও জাতীয়
সংসদের হুইপ আতিউর রহমান আতিক এমপি ও সাধারণ সম্পাদক
এডভোকেট চন্দন কুমার পালের যৌথ স্বাক্ষরিত এক প্রেস
বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
চতুর্থধাপে অনুষ্ঠিত পৌর নির্বাচনে শেরপুর পৌরসভায়
স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনার
সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী প্রার্থী হওয়ায় দলীয় শৃঙ্খলা
ভঙ্গের অভিযোগে জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক
এডভোকেট রফিকুল ইসলাম আধার ও শ্রম বিষয়ক সম্পাদক আরিফ
রেজাকে জেলা আওয়ামী লীগের দলীয় পদ ও প্রাথমিক সদস্য পদ থেকে
বহিষ্কার করা হয়েছে।
তারা এখন থেকে কোথাও দলীয় পদ- পদবী ব্যবহার করতে পারবেন না।
যদি ব্যবহার করেন তাহলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে
ওই প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
আগামী ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত শেরপুর পৌরসভা
নির্বাচনে মেয়র পদে এডভোকেট রফিকুল ইসলাম আধার জগ
প্রতীকে এবং আরিফ রেজা চামচ প্রতীকে নির্বাচন করছেন।