গাংনীতে শীতার্তদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের কম্বল বিতরণ করলেন এমপি খোকন

আমিরুল ইসলাম অল্ডাম,মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলার বিভিন্ন গ্রামের শীতার্তদের মাঝে মাননীয় প্রধান মন্ত্রীর ত্রাণ তহবিলের শীতবস্ত্র কম্বল বিতরণ করলেন গাংনী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও মেহেরপুর-২ গাংনী আসনের সংসদ সদস্য সাবেক ছাত্রনেতা মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন ।
আজ শুক্রবার বিকেল সাড়ে ৩ টার সময় গাংনী সজীব ওয়াজেদ জয় পরিষদের আয়োজনে উপজেলার বিভিন্ন এলাকার শীতার্ত নারী ও পুরুষের মাঝে এ কম্বল বিতরণ করেন তিনি।
সজীব ওয়াজেদ জয় পরিষদের সভাপতি আবু সাঈদ টোকন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন গাংনী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও মেহেরপুর-২ গাংনী আসনের সংসদ সদস্য সাবেক ছাত্রনেতা মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন । এসময় গাংনী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক গোলাম মোস্তফা, মটমুড়া ইউপি চেয়ারম্যান সোহেল আহমেদ,এমপি মহোদয়ের সহধর্মিনী লায়লা আরজুমান বানু শিলা, আওয়ামীলীগ নেতা আক্তারুজ্জামান বাবু এবং গাংনী উপজেলা প্রেসক্লাবের সভাপতি আমিরুল ইসলাম অল্ডাম উপস্থিত ছিলেন।
এমপি সাহিদুজ্জামান খোকন মহোদয় কম্বল বিতরণ নিয়ে বলেন, বাংলাদেশের সফল প্রধান মন্ত্রীর দেয়া ত্রাণের কম্বল শীতার্তদের মাঝে পৌছিয়ে দিতে আমাদের ক্ষুদ্র উদ্যোগ।এজন্যই পাড়া মহল্লায় ঘুরে সজীব ওয়াজেদ জয় পরিষদের সাধারণ সম্পাদক আশিকুজ্জামান সবুজ, প্রকৃত শীতার্তদের মধ্যে বিতরণ করা হয়েছে।পরবর্তীতে উপজেলা মৎস্যলীগ, তাতীলীগ, স্বে”চ্ছাসেবকলীগ সংগঠনের ৫ শতাধিক লোকজনের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হবে।