দুগার্পুর প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন

সাহাদাত হোসেন কাজল;দুগার্পুর,নেত্রকোনাঃ
নেত্রকোনাস্থ দুগার্পুর উপজেলা সাংবাদিকদের নিয়ে গঠিত দুর্গাপুর প্রেসক্লাব দ্বি-বার্ষিক ৯ম সাধারণ নির্বাচন ৫ ফেব্রুয়ারী শুক্রবার বিকালে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।
বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ২ঘন্টা ভোটগ্রহন চলে এতে সভাপতি পদে দৈনিক আমার সংবাদ পত্রিকার উপজেলা প্রতিনিধি সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক এস.এম রফিকুল ইসলাম-রফিক(কলম)প্রতীক, সাধারণ সম্পাদক পদে দৈনিক ভোরের ডাক পত্রিকার উপজেলা প্রতিনিধি মোঃ জামাল তালুকদার(টেবিল)প্রতীক ও সহ-সভাপতি পদে দৈনিক যুগান্তর পত্রিকার উপজেলা প্রতিনিধি তোবারক হোসেন খোকন(কাপ-পিরিচ)প্রতীক নির্বাচিত হয়েছেন,তিনটি পদে প্রতিদ্বন্দিতা করেছিলেন মোট ৬জন সাংবাদিক সদস্য।
এ ছাড়া সহ-সাধারণ পদে রাখী দ্রং, কোষাধ্যক্ষ পদে এইচ.এম সাইদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক পদে পল্টন হাজং, সম্মানিত সদস্য পদে যথাক্রমে সিনিয়র সাংবাদিক মোঃ মোহন মিয়া, দীপক পত্রনবিশ ও আ.ফ.ম সফিউল্লাহ বিনাপ্রতিদ্বন্দিতায় মনোনীত হয়েছেন।
আহ্বায়ক ও নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি সিনিয়র সাংবাদিক সাহাদাত হোসেন সরকার কাজল তার সহযোগী ছিলেন মাসুম বিল্লাহ, নাজমুল হুদা সারোয়ার। ৯ সদস্য বিশিষ্ট এই নির্বাহী কমিটি অন্য সদস্যগনকে সাথে নিয়ে ২ বৎসরের জন্য প্রেসক্লাবের সকল কর্মকা- পরিচালনা করবেন।
অনুষ্ঠান চলাকালীন সময়ে উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলা উদ্দিন আল-আজাদ,অফিসার ইন-চার্জ দুগার্পুর থানা শাহ্ নূর এ-আলম,সাংবাদিক সদস্যসহ সকল শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন।