ফেনীর ছাগলনাইয়ায় করোনা ভ্যাকসিন প্রয়োগ শুরু হয়েছে

জহিরুল আলম কামরুল, ফেনী:সারাদেশে জাতীয়ভাবে শুরু হওয়া টিকাদান কার্যক্রমের অংশ হিসেবে করোনা ভ্যাকসিন প্রয়োগ শুরু হয়েছে। ফেনীর ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোববার সকালে আনুষ্ঠানিকভাবে করোনা ভ্যাকসিন প্রয়োগের উদ্বোধন করেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সাধারণ সম্পাদক, ফেনী-১ আসনের সংসদ সদস্য শিরীন আখতার।
এ সময় ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, পৌর মেয়র পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মোস্তফা, ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ মেজবাহ্ উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান উপজেলা যুবলীগের সভাপতি এনাম মজুমদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শিহাব উদ্দিনসহ প্রশাসনিক কর্মকর্তা, চিকিৎসক, আওয়ামী লীগ ও জাসদ নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ছাগলনাইয়া ১ম দিন নিবন্ধনকৃত ৩০জনকে টিকা প্রদান করা হচ্ছে।