জয়পুরহাটে শিক্ষক সমিতির শতবর্ষ উদযাপন

আবু মুসা,জয়পুরহাট: জয়পুরহাটে কেক কাটা, আলোচনা সভা ও অবসরপ্রাপ্ত শিক্ষককে চেক প্রদানে মধ্য দিয়ে বাংলাদেশ শিক্ষক সমিতির গৌরবময় শতবর্ষ উদযাপন করা হয়েছে।
আজ দুপুরে জয়পুরহাট শহরের খঞ্জনপুর উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশ শিক্ষক সমিতি জয়পুরহাট জেলা শাখার সভাপতি মো: এজাজ উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জয়পুরহাট
জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ’লীগের সভাপতি আরিফুর রহমান রকেট।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আ’লীগের সাধারণ সম্পাদক
জাকির হোসেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রভাসক মাসুদ রেজা, জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আফজাল হোসেন।
সভায় আমন্ত্রিত অতিথিরা কেক কেটে সংগঠনের শতবর্ষ উদযাপনের
পাশাপাশি বিল্লাহ শহীদ ইয়াকুবিয়া উচ্চ বিদ্যালয়ের অবসর প্রাপ্ত প্রধান
শিক্ষক আব্দুল গণিকে সমিতির কল্যাণ ট্রাস্ট থেকে চেক প্রদান করেন।