নদী থেকে বালু উত্তোলন করতে গিয়ে শ্রমিক নিহত

শাহরিয়ার মিল্টন, শেরপুর : শেরপুরের চেল্লাখালী নদী থেকে অবৈধভাবে বোরিং করে বালু উত্তোলনের সময় বালু চাপায় রিপন মিয়া (৩৫) নামে এক বালু শ্রমিক নিহত হয়েছেন। বুধবার (১০ ফেব্র“য়ারি) রাতে নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী বুর“ঙ্গা পোড়াবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রিপন পার্শ্ববর্তী আন্দার“পাড়া গ্রামের মৃত- হরমুজ আলীর ছেলে।
স্থানীয়রা জানান, প্রশাসনের নিষেধাজ্ঞা সত্বেও উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের বুর“ঙ্গা পোড়াবাড়ী সীমান্ত এলাকার ভারত সীমান্তঘেঁষা নদী তীরবর্তী সমতল ভুমি বোরিং করে স্যালো মেশিনের ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছিল স্থানীয় মাজম আলী নামে এক বালু ব্যবসায়ী।
বুধবার সন্ধ্যা সাতটার দিকে প্রায় ২০ ফুট গভীর থেকে বালু উত্তোলনের সময় গর্তের পাড় ধ্বসে ভূ-গর্ভে চাপা পড়েন বালু শ্রমিক রিপন মিয়া। তড়িঘড়ি করে অন্য শ্রমিকরা তাকে উদ্ধার করতে ব্যর্থ হন। পরে রাত আটটার দিকে বালু শ্রমিক রিপন মিয়া বালু চাপা পড়ার বিষয়টি প্রকাশ হয়ে পড়লে স্থানীয়রা রিপনকে উদ্ধার করতে ঘটনাস্থলে যান। এদিকে খবর পেয়ে পাশ্ববতর্ী ঝিনাইগাতী উপজেলার দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে ছুটে আসেন।
দমকল বাহিনীর ষ্টেশন অফিসার আব্দুল লতিফ জানান, প্রায় তিন ঘন্টা চেষ্টার পর রাত দশটার দিকে গর্তের পানি অপসারণ করে নিহত শ্রমিক রিপনকে উদ্ধার করা হয় ।
পোড়াগাঁও ইউপি চেয়ারম্যান আজাদ মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নদীর তীরে গভীর গর্ত খুঁড়ে বালু উত্তোলন করায় এ দুর্ঘটনা ঘটেছে।
এ ব্যাপারে নালিতাবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল জানান, নিহত রিপনের লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। পরিবারের অভিযোগের প্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।