ঘুড়ি উড়াতে গিয়ে ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু

শাহরিয়ার মিল্টন,শেরপুর: শেরপুরের বাগরাকসা এলাকার নির্মানাধীন একটি চারতলা ভবনের ছাদে ঘুড়ি উড়াতে গিয়ে ছাদ থেকে পড়ে আবির (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারী) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। সে ওই এলাকার কাঁচামাল ব্যবসায়ী একাব্বর মিয়ার ছেলে ও স্থানীয় একটি মাদ্রাসার ছাত্র।
স্থানীয় বাসিন্দারা জানান, নিহত শিশুটি সকলের অগোচরে ওই ভবনের চারতলার খোলা ছাদে ঘুড়ি উড়াতে গিয়ে অসাবধানতাবসত পা পিছলে নিচে পাকা সড়কে পড়ে গিয়ে আহত হয়। পরে তাকে উদ্ধার করে শেরপুর জেলা হাসপাতালে নেয়ার পথে শিশুটি মারা যায়।
বিষয়টি নিশ্চিত করে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুলাহ আল মামুন বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা র“জু করা হয়েছে। সেইসাথে লাশ বিনাময়না তদন্তে দাফনের অনুমতি দেয়া হয়েছে।