ঝিনাইগাতীতে বিডি ক্লিনের কার্যক্রম উদ্বোধন

শাহরিয়ার মিল্টন, শেরপুর প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতীতে বিডি ক্লিন নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
শনিবার দুপুরে (১৩ ফেব্রয়ারি) খাদ্য ব্যবসায়ী সমবায় সমিতির হল রুমে অনুষ্ঠানে বিডি ক্লিন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের শপথবাক্য পাঠ করান ইউএনও রুবেল মাহমুদ। এরআগে মো. সোহেল রানাকে সমন্বয়ক করে ঝিনাইগাতী বিডি ক্লিনের ১৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে সভাপত্বি করেন বিডি ক্লিনের শেরপুর জেলা সমন্বয়ক আল আমিন রাজু।ঝিনাইগাতীর হিডেন হিরো শিশু সাংবাদিক মোশারফ হোসাইনের সঞ্চালনায় এতে বক্তব্য দেন শেরপুরের মানবাধিকার কর্মী রাজিয়া সামাদ ডালিয়া, বণিক সমিতির সভাপতি আলহাজ্ব মুখলেছুর রহমান খান, ঝিনাইগাতী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম রব্বানী টিটু, বণিক সমিতির ব্যবস্থাপনা পরিষদের সদস্য ও সাংবাদিক জাহিদুল হক মনির, বিডি ক্লিনের ঝিনাইগাতীর সাবেক সমন্বয়ক আতিক খান প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, পরিষ্কার পরিচ্ছন্নতা নিজে থেকেই শুরু করতে হবে, সবাইকে এগিয়ে আসতে পরিবেশ পরিচ্ছন্ন রাখতে। নির্দিষ্ট স্থানে আবর্জনা ফেলার অভ্যার গড়ে তুলতে হবে, তবেই সুন্দর থাকবে আমাদের চারপাশ। অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিসহ বিডি ক্লিন ময়মনসিংহ, শেরপুর, নকলার সদস্যরা উপস্থিত ছিলেন।