কামারখন্দ উপজেলা আ’লীগের সম্মেলন:সভাপতি সেলিম সাধারন, সম্পাদক আনোয়ার

আমিনুল ইসলাম, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ কামারখন্দ উপজেলা আওয়ামীলীগের সম্মেলনে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে দলের সভাপতি পদে সেলিম রেজা এবং সাধারণ সম্পাদক পদে আনোয়ার হোসেন সেখ নির্বাচিত হয়েছেন।
এর আগে ধোপাকান্দি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সম্মেলনের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন।
শনিবার দুপুরে সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামীলীগের সভাপতি (ভারপ্রাপ্ত)বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কেএম হোসেন আলী হাসান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আব্দুস সামাদ তালুকদার।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল মতিন চৌধুরীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কেন্দ্রীয় আওয়ামীলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ রোকেয়া সুলতানা, নির্বাহী কমিটির সদস্য মেরিনা জাহান কবিতা,মুক্তিযুদ্ধে অন্যতম সংগঠক জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রতু, সাবেক সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস, সহসভাপতি আবু ইউসুফ সুর্য্য, অ্যাডভোকেট বিমল কুমার দাস,অ্যাডভোকেট আব্দুর রহমান,অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না এমপি, প্রকৌশলী তানভীর শাকিল জয় এমপি, পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, ড. জান্নাত আরা হেনরী তালুকদার প্রমুখ।
উল্লেখ্য সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে দায়িত্ব থেকে অব্যাহতির পর ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট কেএম হোসেন আলী হাসন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদারের নেতৃত্বে কামারখন্দ উপজেলায় একটি সফল সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।