কারিগরিমুক্ত নার্সিং শিক্ষার দাবিতে ময়মনসিংহ নার্সিং কলেজে বিক্ষোভ

জুবায়ের খন্দকার, ময়মনসিংহঃ- শনিবার ১৩ই ফেব্রুয়ারি সকালে বাংলাদেশ স্টুডেন্ট নার্সেস অ্যান্ড মিডওয়াইফ সম্মিলিত পরিষদ ময়মনসিংহ বিভাগীয় শাখার উদ্যোগে নার্সিং কলেজ থেকে কারিগরি মুক্ত নার্সিং শিক্ষার দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বিক্ষোভ মিছিলটি নার্সিং কলেজ থেকে বের হয়ে নগরীর স্থানীয় চরপাড়া মোড়ে গিয়ে শেষ হয়।পরে সেখানে ঘন্টাব্যাপী বিক্ষোভ করে নার্সিং শিক্ষার্থীরা।
বিক্ষোভ মিছিল এবং সমাবেশে বক্তব্য রাখেন-সম্মিলিত নার্সিং পরিষদ ময়মনসিংহ বিভাগীয় শাখার আহবায়ক শাকিল আহমেদ, সদস্য সচিব সাগাল চিসিক, যুগ্ম আহবায়ক তানভীর আহম্মেদ ঐ নার্সেস সংগ্রাম পরিষদ নেতা তৌহিদুল ইসলাম জুয়েলসহ আরো অনেক নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন-কারিগরি শিক্ষা বোর্ডের পেশেন্ট কেয়ার টেকনোলজি কোর্সের স্টুডেন্টদের বাংলাদেশ নার্সিং কাউন্সিল থেকে নার্সিং লাইসেন্স দেওয়ার সিদ্ধান্ত অচিরেই বাতিল করতে হবে, ফ্যামিলি ওয়েল ফেয়ার ভিজিটরদের ডিপ্লোমা ইন মিডওয়াইফ সমমান দেওয়ার ষড়যন্ত্র বন্ধ করাসহ গত ৫ই ফেব্রুয়ারি বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারী কাউন্সিলের অধীনস্থ নার্সিং শিক্ষার্থীদের
স্থগিত হওয়া পরীক্ষা অনতিবিলম্বে নিতে হবে। অন্যথায় কঠোর আন্দোলনের মাধ্যমে সরকারকে দাবি মেনে নিতে বাধ্য করা হবে বলে হুসিয়ারী দেন নার্সিং নেতৃবৃন্দ।