সাতক্ষীরা পৌরসভায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছে

মীর মোস্তফা আলী, সাতক্ষীরা: রবিবার সকাল ৮টা থেকে সাতক্ষীরা পৌরসভা নির্বাচনে ইভিএম মেশিনে ভোট গ্রহণ শুরু হয়েছে। বেলা বাড়ার সাথে সাথে পল্লিমঙ্গল স্কুল,পি এন স্কুল সরকারি কলেজসহ বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি বাড়তে দেখা যায়।
শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে প্রতিটি কেন্দ্রে ম্যাজিষ্ট্রেট, র্যাব, বিজিবি, পুলিশ ও আনছার ভিডিপি নিয়োজিত রয়েছে।
সাতক্ষীরা জেলা নির্বাচন অফিসার ও সহকারি রির্টাণিং অফিসার মোঃ নাজমুল কবির জানান, সাতক্ষীরা পৌরসভায় ৩৭টি কেন্দ্রে ২৪৮টি বুথে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।
রবিবার সকাল ৮ টা থেকে শুরু হওয়া ভোট চলবে বিকাল ৪ টা পর্যন্ত। এই নির্বাচনে মেয়র পদে ৫ জন, কাউন্সিলার পদে ৫৮ ও সংরক্ষিত মহিলা কাউন্সিলার পদে ১২ জন প্রতিদ্বন্দিতা করছেন।নির্বাচন শান্তিপূর্ণ রাখতে চার স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।
তিনি আরো জানান, সাতক্ষীরা পৌরসভায় ৮৯ হাজার ২২৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ৪৩ হাজার ৪১৮ জন ও নারী ভোটার রয়েছে ৪৫ হাজার ৮০৬।