শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে করোনা সংক্রমণ সন্তোষজনক হারে কমলে: শিক্ষামন্ত্রী

শিক্ষা ডেস্ক:শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে করোনা সংক্রমণ সন্তোষজনক হারে কমলে বললেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।করোনা সংক্রমণের হার সন্তোষজনকভাবে কমে এলে তবেই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেব।আর এজন্য শিক্ষা মন্ত্রণালয়ের সব ধরনের প্রস্তুতি রয়েছে। তবে নির্দিষ্ট করে বলা যাচ্ছে কখন খোলা হবে না শিক্ষাপ্রতিষ্ঠান।
১৪ আগস্ট শনিবার তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সমাবেশে এসব কথা বলেন
মন্ত্রী বলেন, অভিভাবকরা তাদের সন্তানদের স্কুল-কলেজে পাঠাতে চাইবেন না যদি এই মুহূর্তে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হয় তাহলে। কারণ জীবনের নিরাপত্তাটাই সবার, কাছে আগে। ছেলে-মেয়েদের ক্ষতি হোক এটা আমরা কেউ চাই না । শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে যে রোডম্যাপ আছে, আমরা সে অনুযায়ী এগোচ্ছি। তিনি আরও বলেন, সবাই মিলে চেষ্টা করলেই সংক্রমণের হার কমানো সম্ভব। সবাইকে এ জন্যই কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।