গ্রন্থাগারিক পদ সৃষ্টির দাবি সব প্রাথমিক বিদ্যালয়ে

শিক্ষা ডেস্ক: গ্রন্থাগারিক পদ সৃষ্টির দাবি সব প্রাথমিক বিদ্যালয়ে ।শিশু বয়স থেকেই বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তোলার লক্ষে সকল প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার রক্ষণা-বেক্ষণের জন্য গ্রন্থাগারিক পদ সৃষ্টির দাবি জানিয়েছেন বাংলাদেশ গ্রন্থাগার সমিতি। সমিতি আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের-৪৬ তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবসে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে এই দাবি জানানো হয়েছে। ১৪ আগষ্ট শনিবার রাতে ভার্চুয়ালী অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। বিশেষ অতিথি ছিলেন বঙ্গবন্ধু গবেষক ও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. বিশ্বজিৎ ঘোষ। সভাপতিত্ব করেন বাংলাদেশ গ্রন্থাগার সমিতির সভাপতি বিশিষ্ট লেখক ও গবেষক ড. মিজানুর রহমান। সমিতির মহাসচিব মোহাম্মদ হামিদুর রহমান তুষার অনুষ্ঠান সঞ্চালনা করেন।
স্বাগত বক্তব্য রাখেন সমিতির সহ-সভাপতি কাজী আবদুল মাজেদ। মুখ্য আলোচক আলোচনায় অংশ গ্রহণ করেন হিসেবে সব্যসাচী লেখক-গবেষক ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান এবং ডিন অধ্যাপক ড. নাসিরউদ্দীন মিতুল। অনুষ্ঠানে প্রায় সারা দেশ থেকে প্রায় ২ শতাধিক সদস্য জুম ও ফেসবুকের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত ছিলেন।