ভিকারুননিসা নুন স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষের বদলি

নিউজ ডেস্ক: রাজধানীর খ্যাতনামা ভিকারুননিসা নূন স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ ফাওজিয়াকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে বদলি করা হয়েছে। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের নিয়োগ আদেশে বলা হয়েছে যে তিনি তার বেতন স্কেল অনুযায়ী বেতন-ভাতা পাবেন এবং পোস্ট সংক্রান্ত ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন।
এর আগে, ভিকারুননিসা নূন স্কুল এ্যান্ড কলেজের প্রশাসনিক কর্মকর্তা নিয়োগ ও ভর্তি বাণিজ্য, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছিল। অভিভাবক ফোরাম কলেজের বর্তমান অধ্যক্ষ ফাওজিয়া এবং পরিচালনা কমিটির বিরুদ্ধে জড়িত থাকার অভিযোগে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।