কন্ঠশিল্পী সালমা হলেন রিসোর্টের মালিক

বিনোদন ডেস্কঃ কণ্ঠশিল্পী সালমাকে করোনার সময় বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে দেখা গেছে। তিনি প্রতিষ্ঠিত সাফিয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে দরিদ্র লোকদের সহায়তা করেছেন। এবার নিজের অর্থায়নে সালমা ময়মনসিংহে একটি রিসোর্ট তৈরি করেছেন। সালমা বর্তমানে রিসোর্টের সামগ্রিক তত্ত্বাবধানে সেখানে অবস্থান করছেন।
এ প্রসঙ্গে সালমা গণমাধ্যমকে বলেন, আমি দীর্ঘদিন ধরে এ জাতীয় পরিকল্পনা নিয়ে ভাবছিলাম। অবশেষে, এটি বাস্তবায়নের কাজ শুরু করেছি। রিসোর্টটির নির্মাণ কাজ প্রায় শেষ হচ্ছে। আশা করি খুব শীঘ্রই রিসোর্টটি বিনোদন প্রেমীদের জন্য উন্মুক্ত হবে। এই কাজের জন্য আমাকে এখানে মাঝেমধ্যে আসতে হয়।
এদিকে সালমা মৌলিক গান গাইছেন। তিনি তাঁর মঞ্চের গানে শ্রোতাদের রীতিমতো মাতাচ্ছেন। টিভি গানের শোতেও তাঁর সরব উপস্থিতি রয়েছে।