এবার চুরির অভিযোগ কঙ্গনার বিরুদ্ধে

বিনোদন ডেস্কঃ বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের বিরুদ্ধে এবার চুরির অভিযোগ উঠেছে। লেখক আশিস কউল চুরির এ অভিযোগ এনেছেন পর্দার মণিকর্ণিকার বিরদ্ধে।
সম্প্রতি বলিউড অভিনেত্রী কঙ্গনা তার আসন্ন সিনেমার নাম ঘোষণা দিয়ে তিনি জানান, ‘মণিকার্ণিকা দ্যা কুইন অব ঝাঁসি’র পরবর্তী পর্ব ‘মণিকার্ণিকা রিটার্নস: দ্যা লিজেন্ড অব দিদ্দা; আসিতেছে আর এতেই বাধে গেল বিপত্তি।
এ ঘটনার পর-পরই অভিনেত্রীর বিরুদ্ধে চৌর্যবৃত্তির অভিযোগ এনে বলেন, এই সিনেমা তৈরি হতে চলেছে তার লেখা বই ‘দিদ্দা-কাশ্মীর কি যোদ্ধা রানি’ থেকে। লেখক জানান, তিনি প্রথমে ইংরেজিতে দিদ্দা, দি ওয়ারিয়র কুইন অব কাশ্মীর নামে একটি বই লিখেছিলেন।এরপর ওই বইয়ের হিন্দি সংস্করণের মুখবন্ধ লিখে দেয়ার জন্য লেখক অনুরোধ করেন কঙ্গনাকে। সে জন্যই বইয়ের অংশ বিশেষ কঙ্গনা ও তার টিমকে মেইল করে পাঠানো হয়। অবশ্য মেইলের জবাব পাননি বলে দাবি করেছেন ওই লেখক।
লেখক আশিস কউল দাবি করে বলেন, তিনি তার বই নিয়ে কঙ্গনাকে ট্যাগ করে বেশ কয়েকবার টুইট করলেও কোন উত্তর আসেনি। অথচ তার সেই বই থেকে অনুমতি কিংবা অবহিত করন ছাড়াই সিনেমা করছেন কঙ্গনা।
কঙ্গনা অন্যদের অধিকার নিয়ে সবসময় কথা বলেন-প্রতিবাদ করেন অথচ নিজেই অন্যের অধিকার হরণ করছেন বলেও অভিযোগ ওই লেখকের।
লেখকের এমন অভিযোগে যদিও মুখ খোলেননি বলিউডের কুইন খ্যাত এ অভিনেত্রী।
অন্য দিকে কঙ্গনা একং ছবির প্রযোজক অভিযোগের যদি কোন জবাব না দেন তাহলে আইনী লড়াইয়ে যাবেন বলে হুশীয়ার করেছেন লেখক আশিস কউল।
সূত্র: জি নিউজ