প্রকাশিত: ৪:০৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২২
বদলগাছী হাসপাতালে ১০টি অক্সিজেন কনসেন্ট্রেটর হস্তান্তর

প্রতিনিধি বদলগাছী (নওগাঁ): নওগাঁর বদলগাছী উপজেলার ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে ১০টি অক্সিজেন কনসেন্ট্রেটর হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিঃ এর পক্ষ থেকে রাজশাহী জোনাল অফিসের এভিপি মিজানুর রহমান ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিঃ এর বদলগাছী শাখা ব্যবস্থাপক আব্দুল মবিন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ কানিস ফারহানার হাতে অক্সিজেন কনসেন্ট্রেটর গুলি হস্তান্তর করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সামছুল আলম খাঁন, নির্বাহী অফিসার আলপনা ইয়াসমিন,থানা অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম, বদলগাছী সদর ইউপির চেয়ারম্যান আনোয়ার হোসেনসহ আওয়ামী যুবলীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।