সাতক্ষীরা পৌঁছাল করোনার ৬০ হাজার টিকা

মীর মোস্তফা আলী, সাতক্ষীরা ঃ সাতক্ষীরায় পৌঁচেছে করোনার ৬০ হাজার ডোজ টিকা।
রোববার (৩১.০১.২০২১)সকাল সাড়ে ৯টার দিকে স্বাস্থ্য অধিদপ্তরের ফ্রিজার গাড়িতে টিকাগুলো সাতক্ষীরায় পৌঁছায়। টিকাগুলো জেলা ইপিআই ভবনে সংরক্ষণ করা হয়েছে।
সাতক্ষীরা সিভিল সার্জন ডা. হুসাইন সাফায়াত জানান, সরকারি নির্দেশনা অনুসারে জেলায় দায়িত্বরত সরকারি-বেসরকারি স্বাস্থ্যকর্মী, প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, মুক্তিযোদ্ধা, গণমাধ্যমকর্মী, জনপ্রতিনিধি, পয়নিস্কাশন কর্মীসহ পেশাজীবীদের প্রদান করা হবে। জেলায় স্বাস্থ্য বিভাগের ৪ লাখ ডোজ টিকা রাখার সক্ষমতা রয়েছে। প্রথম ধাপে আসা ৬০ হাজার টিকাগুলো ইপিআই ভবনে ২-৮ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আইএলআর ফ্রিজে সংরক্ষণ করা হয়েছে।
সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের করোনা বিষয়ক মুখপাত্র ডা. জয়ন্ত কুমার জানান, টিকা প্রদান কমিটির সভাপতি জেলা প্রশাসক ও সদস্য সচিব সিভিল সার্জন। তারা টিকা প্রদানের জন্য তালিকা প্রস্তুত করছেন। দ্রুত সময়ের মধ্যে টিকাদান কার্যক্রম শুরু হবে।