খুলে দেওয়া হচ্ছে আলজেরিয়ার সকল মসজিদ

আন্তর্জাতিক ডেস্ক: আলজেরিয়ার প্রেসিডেন্ট কার্যালয় ঘোষণা করেছেন করোনার ভাইরাসের প্রাদুর্ভাব হ্রাসের কারণে দেশের সকল মসজিদ পুনরায় চালু করা হবে।
আলজেরিয়ান প্রেসিডেন্ট এক বিবৃতিতে ঘোষণা দেন, করোনার ভাইরাসের বিস্তার রোধে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে শীঘ্রই দেশের সকল মসজিদ পুনরায় চালু করার সিদ্ধান্ত সরকার গ্রহণ করেছেন।
বিবৃতিতে গুরুত্বারোপ করে বলা হয়েছে,সরকার হোটেল এবং সরকারী ও বেসরকারি কেন্দ্রগুলোর কার্যক্রম পুনরায় চালু করার ইচ্ছা পোষণ করেন।
এদিকে আল-জাজায়ের জানান, রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত কারফিউ অব্যাহত থাকবে। এই কারফিউ মেয়াদ এদেশের ৪৮ টি প্রদেশের মধ্যে ১৯ প্রদেশে আগামী দুই সপ্তাহের জন্য বাড়ানো হয়েছে।
অন্যদিকে, নিষিদ্ধ রয়েছে আলজেরিয়ায় উৎস উদযাপন, পারিবারিক সমাবেশ এবং বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ।
আলজেরিয়ার সরকার বলেন, এই দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব হ্রাসের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।