কোভিড-১৯ এক এক করে কেড়ে নিল ৫৭ লক্ষ প্রাণ

স্বাস্থ্য ডেস্ক: এক এক করে কোভিড-১৯ নোভের করোনা ভাইরাস কেড়ে নিল ৫৭ লক্ষ প্রাণ। সেই- ২০১৯ সালের ডিসেম্বর মাসের শেষ নাগাদ চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হয়। এই ভাইরাস এখন ছড়িয়ে পড়েছে দুনীয়াব্যাপী। মাঝে মধ্যে সংক্রমণ ও মৃত্যুর ঝুকি কিছুটা কমলেও আবার দুনীয়াব্যাপী তাণ্ডব চালাচ্ছে এই মহামারি কোভিড-১৯ নোভেল করোনা ভাইরাস। কোন কিছুতেইএর সংক্রমণের লাগাম টানা যাচ্ছে না। বেসামাল এই পরিস্থিতিতে বুধবার ২ ফেব্রুয়ারী সকাল সাড়ে ৮টা পর্যন্ত পূর্ববর্তী-২৪ ঘণ্টায় ভাইরাসে আক্রান্ত হয়েছে আরও-২৮ লক্ষ-৬৩ হাজার-৭৯২ জন।
এর আগে মঙ্গলবার ১ ফেব্রুয়ারী একদিনে আক্রান্ত হন-২৩ লক্ষ-৮৬ হাজার-৫৩ জন। একই সময়ে মৃত্যু হয়-৬ হাজার-৪৩৭ জনের।
এ সংক্রমণ ও মৃত্যুর পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুসারে, বাংলাদেশ সময় বুধবার ২ ফেব্রুয়ারী সকাল সাড়ে ৮টা পর্যন্ত বিশ্বব্যাপী মোট আক্রান্ত হয়েছে-৩৮ কোটি-১৯ লক্ষ-১২ হাজার- ৮৬ জন আর মৃতের সংখ্যা- ৫৭ লক্ষ-৫ হাজার-১৫৪ জনে। আর সুস্থ হয়েছে- ৩০ কোটি-১৬ লক্ষ-৪৯ হাজার ৪৪৪ জন।
এ পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের শীর্ষ দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে দেশটিতে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে-৭ কোটি-৬৫ লক্ষ-১৬ হাজার-২০২ জন। আর মোট মৃত্যু হয়েছে-৯ লক্ষ- ১৩ হাজার-৯২৪ জনের।
আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় ভারতে এ পর্যন্ত এ ভাইরাসে-৪ কোটি-১৬ লক্ষ- ২৮ হাজার-৭৫ জন সংক্রমিত হয়েছে। মৃত্যু হয়েছে-৪ লক্ষ- ৯৭ হাজার-৯৯৪ জনের।
আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় ব্রাজিলে এ পর্যন্ত মোট সংক্রমিত হয়েছে-২ কোটি-৫৬ লক্ষ-২৫ হাজার-১৩৩ জন এবং এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে-৬ লক্ষ-২৮-হাজার-১৩২ জনের।
আক্রান্তে চতুর্থ ফ্রান্সে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে-১ কোটি-৯৫ লক্ষ-৫৭ হাজার-৬২৬ জন। এর মধ্যে মারা গেছে ১লাখ-৩১ হাজার ৩১২ জন।
পঞ্চম স্থানে যুক্তরাজ্যে এ পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছে ১ কোটি-৭৪ লক্ষ-২৮ হাজার-৩৪৫ জন। এর মধ্যে মারা গেছে ১ লাখ-৫৫ হাজার- ৯৭৩ জন।
আক্রান্তের সিরিয়ালে ষষ্ঠ রাশিয়া, সপ্তম তুরস্ক, অষ্টম ইতালি নবম, জার্মানি এবং দশম অবস্থানে রয়েছে স্পেন । এই তালিকায় বাংলাদেশে অবস্থান অবশ্য দাঁড়িয়েছে ৩৯তমতে।
২০১৯-সালের ডিসেম্বর মাসের শেষ নাগাদ চীনের হুবেই প্রদেশের উহান থেকেই এ করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হয়। কোভিড-১৯ এ পর্যন্ত ছড়িয়ে পড়েছে বাংলাদেশসহ বিশ্বের-২২৪টি দেশ ও অঞ্চলে।